Wednesday, January 26, 2022

সোনালী ব্যাংক প্রবাসী লোন

 

প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প
১।ঋণের প্রকৃতি:প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প
২।ঋণ সীমা:চাকুরীর জন্য বিদেশ গমনের নিমিত্ত প্রকৃত বিমান ভাড়া, শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকারী সংস্থাকে সরকারী নিয়মানুযায়ী প্রদেয় কমিশন, সার্ভিস চার্জ ও অন্যান্য চার্জসহ প্রকৃত খরচের ১০০%, তবে তা হবে সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা পর্যন্ত।
৩।ঋণের মেয়াদ:৩ (তিন ) মাস গ্রেস পিরিয়ডসহ ২৪ (চব্বিশ)/৩৬ (ছত্রিশ) মাস। চাকুরীর কন্ট্রাক্ট ফর্মে বর্ণিত মেয়াদানুযায়ী ঋণের মেয়াদ নির্ধারিত হবে।
৪।সুদের হার:১২% সরল সুদ হারে আরোপ ও আদায়যোগ্য। তবে সুদ নীতিমালা অনুযায়ী তা পরিবর্তনযোগ্য। কোন কিস্তি খেলাপী না হলে আরোপিত সুদের উপর ২% রিবেট দেয়া হবে।
৫।ঋণ প্রাপ্তির যোগ্যতা:বিদেশে চাকুরীর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হিসেবে কার্যানুমতিপ্রাপ্ত ও ভিসাপ্রাপ্ত শুধুমাত্র বাংলাদেশী নাগরিক এ ঋণ পাওয়ার যোগ্য। তবে ঋণ মঞ্জুরীর পূর্বে ঋণ আবেদনকারী ও জামিনদাতার নিজ/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। যে রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে বিদেশে চাকুরী নিবেন সে এজেন্সীকেও জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে গ্রহনযোগ্য ও সুনামের অধিকারী হতে হবে।
৬।ঋণের্ আবেদন:

ঋণগ্রহীতাকে ব্যাংকের নির্ধারিত ফরমে ও লিখিত স্বাক্ষরযুক্ত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্নিত কাগজপত্রাদি দাখিল করতে হবে।


ক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক ইস্যুকৃত আবেদনকারীর নাগরিকত্ব সনদপত্র।

খ) ভোটার আইডি কার্ডের ফটোকপি।

গ) পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি সত্যায়িত ছবি।

ঘ) পাসপোর্টের সত্যায়িত ফটোকপি।

ঙ) বিদেশে চাকুরীর নিয়োগপত্রের সত্যায়িত ফটোকপি।

চ) নিয়োপত্রের সঠিকতা সম্পর্কে বাংলাদেশ সরকারের শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অনুমোদনপত্রের ফটোকপি।

ছ) শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক আবেদনকারীর অনুকূলে ইস্যুকৃত বিদেশ গমনের কমিশন/সার্ভিস চার্জের বিবরণ সম্বলিত প্রতয়ন পত্র।

জ) মাসিক বেতন থেকে প্রেরনযোগ্য অর্থের পরিমান ও চাকুরীর মেয়াদকাল সম্পর্কে শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের গমন পত্র।



18 comments:

  1. আমি প্রবাশি লোন নেতেচাই

    ReplyDelete
    Replies
    1. স্যার আমি প্রবাসী লোন নিতে চান

      Delete
    2. আমি লোন নিতে চান

      Delete
    3. আমি নিতে পারব কি না

      Delete
    4. স্যার আমি প্রবাসী লোন নিতে চাই আমাকে কি কি করতে হবে
      লোন নিতে হলে

      Delete
  2. আমি নিতে চাই কি ভাবে নিবো

    ReplyDelete
  3. আমি নিতে চাই কি ভাবে নিবো

    ReplyDelete
  4. আমার লোন লাগবে

    ReplyDelete
  5. কি ভাবে আমি লোন নিতে পারবো

    ReplyDelete
  6. Amar 200000 tk lagbe sir

    ReplyDelete

  7. মালোশিয়া জন্য কি লোন নেওয়া জাইবো

    ReplyDelete
  8. মালোশিয়া জন্য কি কি লাগে লোন লইতে

    ReplyDelete
  9. https://drive.google.com/file/d/1MbQO4qIvmuyKJ-mYgFEXfHfdoZsHOoff/view?usp=drivesdk

    ReplyDelete
  10. আমি কিছু লোন নিতে চাই 01888216634

    ReplyDelete