Monday, January 24, 2022

প্রবাসী লোন

অভিবাসী ঋণ প্রদান


অভিবাসন ঋণ / মাইগ্রেশন লোন
 

 অভিবাসন ঋণ প্রাপ্তির প্রাথমিক যোগ্যতাঃ                                                       

১. আপনার ঘনিষ্ঠ আত্বীয় বা নিয়োগ কর্তার মাধ্যমে যদি আপনি বিদেশে চাকুরীর জন্য ভিসা লাভ করে থাকেন।

 আবেদনকারীকে নিয়োগকারী/ব্যক্তিগত ভাবে সংগৃহীত ভিসার ০২ কপি (ভিসা যাচাইয়ের জন্য) ফটোকপি ও মোবাইল নম্বর প্রদান করতে হবে। উক্ত ভিসা ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে যাচাই করে আবেদনকারীকে ব্যাংক হতে ফোন / এস.এম.এস-এর মাধ্যমে জানানো হবে।

 ২. আপনার অনুপস্থিতিতে আপনার ঘনিষ্ঠ জন ব্যাংকের পাওনা পরিশোধের দায়িত্ব গ্রহণ করতে হবে।
 ৩. অভিবাসন ঋণ গ্রহণের জন্য জামিনদারের অবশ্যই আর্থিক সচ্ছলতা থাকতে হবে।
 ৪. ভিসা যাচাইয়ে সত্যতা পাওয়া গেলে নিম্মে বর্ণিত কাগজপত্রসহ প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করতে হবে।

 

ভিসা সঠিক পাওয়ার পরবর্তী করণীয়ঃ
 

১. অভিবাসন ঋণ গ্রহণের নিমিত্তে আবেদন ফর্ম প্রাপ্তির পূর্বে ব্যবস্থাপনা পরিচালক / ব্যবস্থাপক-এর বরাবর আবেদন করতে হবে।

২.  নমুনা অনুযায়ী আবেদন করার পরে অভিবাসন ঋণের আবেদন ফর্ম পূরণ করতে হবে।

 ৩. আবেদনকারীর সদ্য তোলা ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি,পাসপোর্টের সত্যায়িত ফটোকপি,বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা/ ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে।

৪. আবেদনকারীর জামিনদারদের প্রত্যেকের সদ্য তোলা ০২ কপি করে সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা / ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে।

 ৫. অভিবাসন ঋণ গ্রহণকালে কর্মীকে সঞ্চয়ী হিসাব খুলতে হবে।

৬. অভিবাসী কর্তৃক আয়কৃত সমুদয় রেমিটেন্স উক্ত সঞ্চয়ী হিসাবের মাধ্যমে দেশে প্রেরণ করতে হবে।

৭.  অভিবাসন ঋণ গ্রহণকালে কর্মীকে বীমা সুবিধা নিতে হবে।

 ৮. জামিনদারদের যে কোন এক জনের ব্যাংক একাউন্টের চেক এর ০৩টি পাতা (চেক MICR হতে হবে ) প্রদান করতে হবে।

 ৯. আবেদনকারীকে দূতাবাস কর্তৃক প্রদত্ত ভিসা ও লেবার কন্ট্রাক্ট (যেখানে প্রাপ্ত বেতন ভাতাদির উল্লেখ রয়েছে) এর ফটোকপি (০২ কপি) এবং স্থানীয় ভাষায় অনুবাদকৃত ভিসার ফটোকপি কপি (প্রয়োজন সাপেক্ষে) এবং ভিসার যথার্থতা বিষয়ে বিএমইটি/বোয়েসেলের প্রত্যায়ন ।

১০. শিক্ষাগত যোগ্যতার সনদ এর সত্যায়িত ফটোকপি (যদি থাকে) প্রদান করতে হবে।

১১. শারীরিক যোগ্যতার সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে ।

 ১২. অভিবাসন ব্যয়ের বিবরণী সাদা কাগজে লিখিত।

১৩. আবেদনকারীর বিদেশের কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নং / ই-মেইল ঠিকানা ইত্যাদি (যদি সম্ভব হয়)।
BMET কর্তৃক ইস্যুকৃত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের উভয় পিঠের সত্যায়িত ফটোকপি ।

১৪. কর্ম অভিজ্ঞতার সনদ ।

 ১৫. যে এজেন্সীর মাধ্যমে বিদেশে যাবেন অথবা বিমান টিকেট ক্রয় করবেন সে এজেন্সী কর্তৃক সম্ভাব্য যাত্রার তারিখ সহ প্রত্যায়ন।

 ১৬. বিমান টিকেটের ফটোকপি। (প্রযোজ্য ক্ষেত্রে)

১৭. ঋণ ফেরত প্রদানের হলফনামা।

অভিবাসন ঋণ পরিশোধের চার্জ  নিয়মাবলীঃ

১. অভিবাসন ঋণের ক্ষেত্রে সুদের হার মাত্র শতকরা ০৯ টাকা।

২. পরিশোধের দিন হতে সর্বোচ্চ ০২(দুই) মাস গ্রেস পিরিয়ড প্রদান করা হয়।

 ৩. দেশ ভেদে প্রাপ্ত ভিসার মেয়াদ অনুযায়ী ঋণ পরিশোধের মেয়াদকাল সর্বোচ্চ ০২ বছর (২২ টি মাসিক কিস্তিতে গৃহীত ঋণ পরিশোধ করতে হবে)। যেমনঃ সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত,বাহারাইন, মরিশাস , ব্রুনাই, কাতার, ইতালি, ইউরোপ, ইত্যাদি।

৪. সিঙ্গাপুরের ক্ষেত্রে ১০ কিস্তিতে ০১ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

31 comments:

  1. আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি লোন নিতে পারি

    ReplyDelete
    Replies
    1. লোন নিয়ে পরে হয়রানি করার পায়তারা

      Delete
  2. A
    Syed Azhar Abbas

    ReplyDelete
  3. আমি বত'মানে মালেশিয়াতে থাকি আমি কি লোন তুলিতে পারবো আমি মালেশিয়াতে ৭ বছর অবসতান করতেছি

    ReplyDelete
    Replies
    1. আমি মালেশিয়া পবাশী আমি বিগত ৬ বছর ধরে আছি আমি লোন নিতে ইচ্ছুক আমাকে কি লোন দেওয়া যাবে আমার ভাই কে মালেশিয়া নিয়ে আসবো তাই

      Delete
  4. আমিও লোন নিতে চাই আমি একজন প্রবাসি

    ReplyDelete
    Replies
    1. আমি ১ জন প্রবাসী
      বাড়ীতে আছি
      আমি লোন নিতে চাই

      Delete
  5. আমি কুয়েতে তাকি আমি লোন নেব

    ReplyDelete
  6. Eto document jodi lage.to kar bale lon nito jaibo..joto sob paijlami

    ReplyDelete
  7. Salar putera chitar sob

    ReplyDelete
  8. Ami Malaysia probashi already 6 yers
    Ami ki lone er jonnu apply korte pari

    ReplyDelete
  9. এতো শর্ত কিসের।
    সে বাহিরে যাবে ভিসা পেয়েছে টিকেট কেটেছে।এটার ছেয়ে প্রমান আর কি হতে পারে?
    হয়রানি মুলক সকল শর্ত পরিহার করো???

    ReplyDelete
  10. এগুলু বুয়া আমি নিজে গিয়েছে

    ReplyDelete
  11. লোন চাই কিভাবে পাব.

    ReplyDelete
  12. আমি যাইতে চাই ভাই

    ReplyDelete
  13. আমি যেতে চাই

    ReplyDelete
  14. আমি যাইতে চাই

    ReplyDelete
  15. ভায় আমি মালায়শিয়া থাকি আমি লোন নিতে চায়

    ReplyDelete
  16. uzombaugochukwu621@gmail.com

    ReplyDelete
  17. ভাই আমি মালোশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমার কাগজ পত্র সব ঠিক আছে আমি কি লোন পাবো






    ReplyDelete
  18. আমি মালোশিয়া জেতে চাচ্ছিআমি কি লোন তোলতে পাড়ি

    ReplyDelete