মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রতিবাদ জানিয়ে দূতাবাসের সামনে মালাই দের আন্দোল
Malays protest in front of the embassy protesting the employment of Bangladeshi workers in Malaysia
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে আপত্তি জানিয়েছে মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারস (ইখলাস)। ১০ মে মঙ্গলবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে দেশটিতে ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রবেশে তীব্র আপত্তি জানিয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি, দাতুক মোহাম্মদ রিদজুয়ান আবদুল্লাহ বলেছেন, সরকারের উচিত দেশে বিদ্যমান বিদেশী কর্মীদের 'ক্লিনজিং' অভিযান চালিয়ে হোয়াইটওয়াশ করা। যে সমস্ত অভিবাসী কর্মী দেশটিতে এখনও অবৈধ হিসেবে রয়ে গেছেন তাদের বৈধ করার আহবান জানানো হয়। তার মতে, ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রবেশ মালয়েশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং অনেক স্থানীয় শ্রমিক তাদের চাকরি হারাবে। মূলত মালয়েশিয়ার নাগরিকরা জানে যে তারা অনেক অলস, তাদের বিপক্ষে বাংলাদেশি কর্মীরা প্রচুর পরিশ্রম,, মালয়েশিয়াতে বেশিরভাগ কল-কারখানা হচ্ছে চাইনিজদের আন্ডারে মানে চাইনিজরা হচ্ছে এগুলোর মালিক,,, মূলত চাইনিজ রাইস বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করে শ্রমিক হিসেবে,, কারণ 5 জন মালয়েশিয়ার নাগরিক যে পরিমান কাজ করে একজন বাংলাদেশী নাগরিক সে পরিমান কাজ করতে পারে প্রতিদিন,, তাছাড়া চাইনিজ বস এরা মালয়েশিয়ার লোকাল নাগরিকদেরকে কাজের জন্য বেশি একটা চাপ দিতে পারেনা। তবে সেটা যদি ফরেনার ওয়ার্কার হয় তাহলে তো কোন কথাই নেই যা বলে তাই করে। মূলত এই কারণেই মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি শ্রমিকের চাহিদা ্্
The Malaysian Association of Small and Medium Entrepreneurs (Ikhlas) has objected to Bangladeshi workers entering Malaysia. On the morning of Tuesday, May 10, Bangladesh gathered in front of the High Commission in Malaysia and strongly objected to the entry of 500,000 Bangladeshi workers into the country.
The association's president, Datuk Mohamad Ridjuan Abdullah, said the government should carry out a 'cleansing' campaign to whitewash the existing foreign workers in the country. All migrant workers still in the country illegally are called upon to legalize. According to him, the entry of 500,000 Bangladeshi workers will affect the Malaysian economy and many local workers will lose their jobs. Basically Malaysian citizens know that they are very lazy, Bangladeshi workers work hard against them, most of the factories in Malaysia are owned by Chinese, which means Chinese own them,, basically Chinese rice likes Bangladeshis as workers, because 5 Malaysian citizens who A Bangladeshi citizen can do that amount of work every day, moreover, the Chinese boss cannot put much pressure on Malaysian local citizens to work. But if it is a foreign worker, then there is no word that does what it says. This is the main reason why there is a huge demand for Bangladeshi workers in Malaysia
কথা হলো আপনাদেরএপসে যাইতে পারি না এড এর চুদনে, এড চুদনো বন্ধ করেন, পাবলিক কে শান্তিতে এপস চালাতে দেন
ReplyDelete24 ঘন্টার মধ্যে আপনার ব্যবস্থা নিচ্ছে ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য
Deleteকি ভাই লাভ একটু কম করেন হোগা ভরা এড। বিকল্প এপ থাকলে আজন আন ইনিস্টোল করতাম
ReplyDelete24 ঘন্টার মধ্যে আপনার ব্যবস্থা নিচ্ছে ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য
Deleteএত এড আসলে হবে,, অশান্তি
ReplyDeleteঅ্যাড কমিয়ে দেওয়া হয়েছে
Delete